Friday, July 30, 2021
Homeবিনোদনঅগোচরে থাকা নায়কদের নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ "ছত্রাশাল"

অগোচরে থাকা নায়কদের নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ “ছত্রাশাল”

সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের প্রায় সমস্ত অঞ্চলে শাসন করেছেন আলমগীর আওরঙ্গজেব ।একজন শক্তিশালী এবং একইসঙ্গে এক কথায় তিনি ছিলেন অস্থির এক শাসক। তবে একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি তাঁর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন ।বুন্দেলের রাজপুত্র ছত্রাশাল ।29শে জুলাই থেকে এমএক্স প্লেয়ার অগোচরে থাকা নায়কদের গল্প নিয়ে আসতে চলেছে হিন্দি ওয়েব সিরিজ “ছত্রাশাল”। তবে “ছত্রাশাল” টিজারে চরিত্রে দেখা যায় না ছত্রাশাল কে পরিবর্তে আশুতোষ রানা অভিনীত মুঘল সম্রাট আওরঙ্গজেবের দিকেই রয়েছে স্পটলাইট ।অন্যদিকে অভিনেতা জিতিন গুলাটি শোতে ছত্রাশাল ভূমিকায় অভিনয় করছেন।
গুলাটি টেলিভিশন সিরিয়াল “পৃথ্বী বল্লম ” -এ অভিনয়ের জন্য পরিচিত। সিরিয়ালের তিনি রাজ তৌলাপের ভূমিকায় অভিনয় করেছিলেন ।”এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি তে অভিনয় করেছেন । তার পাশাপাশি তাকে বেশ কয়েকটি ওয়েব সিরিজের দেখা গেছে।টিজারে অবশ্য রানা প্রাধান্য পেয়েছে ।তার অপকর্ম নৃশংসতার দিকটা দেখানো হয়েছে । ট্রেইলারটি 21শে জুলাই প্রকাশিত হয়। সিরিজটি রিলিজ হবে চলতি মাসের 29 তারিখ

Most Popular