31 C
Kolkata

Neha dhupia: মাতৃত্বের মুকুটে সজ্জিত হয়ে গর্বিত নেহা।

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন নেহা ধুপিয়া। কখনো নিজের সন্তান কে দুধে খাওয়ানো হোক বা কখনো তাদের সঙ্গে শরীর চর্চা। তবে এবারে নিজের ব্রেস্ট মিল্ক পাম্প করার ছবি পোস্ট করলেন নেহা ধুপিয়া।
ক্যাপশনে লিখলেন, ‘আমরা যখন মুকুট নিয়ে কথা বলছি… এই বিষয়টা থেকে আমরা পালিয়ে যেতে পারি না। মেসি বান হল প্রত্যেক মাম্মার মুকুট। আমি নিজেরটা সবসময় গর্বের সঙ্গে পরি।’

নেহার এই ছবি সারা ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার অগুন্তিক ভক্তজনের মধ্যে। কমেন্টে প্রশংসার বন্যা। লিখলেন একজন, ‘একদম ঠিক বলেছ’, । অপরজন প্রশংসা করলেন নেহার মাথার ধূসর চুলের। ‘তুমি সবসময়তেই আমার প্রিয়’, ‘সবাই যেন তোমার মতো হতে পারে’-র মতো নানা কমেন্টও পড়েছে।

আরও পড়ুন:  Tollywood: প্রয়াত টলিপাড়ার কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা


নেহা – অঙ্গদের বিয়ের ৬মাসের মধ্যেই ভূমিষ্ট হয় তাঁর প্রথম সন্তান মেহের। আর তার পরে ঠিক ৩ বছরের মাথায় জন্ম দেন তাঁর ছেলের। প্রথমদিকে প্রেগন্যান্সির খবর লুকিয়ে রাখলেও ছেলে হওয়ার আগে নেহা মেনে নেন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি।
কিন্তু মেয়ে বা ছেলে কারুরই মুখ প্রকাশ্যে আনতে নারাজ তিনি। তাঁর মতে, নিজেদের মুখ তারা সোশ্যাল মিডিয়ায় দেখাতে চায় কি না, সে সিদ্ধান্ত তিনি নিজের সন্তানের ওপরেই ছেড়ে দিতে চান। আর তাই এখনই তিনি ছেলে ও মেয়ের কোনও ছবি প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়ায়।

মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে কে স্তন পান করানোর একটি ছবি পোস্ট করেন নেহা, যাতে নেট পড়ার তাঁর অনুগামীরা, তাঁদের ভালোবাসা উজাড় করে দেন কমেন্টে, নুসরত জাহান, তাহিরা কাশ্যপ থেকে শুরু করে অন্য তারকারাও সমর্থন ও ভালোবাসা জানিয়েছিল নেহাকে। যদিও চিরাচরিত ভাবে কিছু মানুষ কটাক্ষ করেন অভিনেত্রীকে।

আরও পড়ুন:  Lifestyle tips: কে আপনার প্রকৃত বন্ধু সহজেই চিনে নিন! রইল টিপস

Featured article

%d bloggers like this: