নিজস্ব প্রতিবেদন: ছবির পরিচালনা থেকে ঘুরতে যাওয়া তাদের সর্বদাই পাওয়া যায় একসাথে। তাদের হাত ধরেই ‘হামি’ থেকে ‘পোস্ত’ একাধিক ছবির রসদ পায় টলিপাড়া। কারণ তারাই হলেন পরিচালক জুটি শিবপ্রসাদ নন্দিতা। কিন্তু পরিচালক শিবপ্রসাদের কাছে নন্দিতা রায় নাকি ‘বিগ বস’?

বাংলা হোক বা হিন্দি শিবপ্রসাদ নন্দিতা জুটির জুড়ি মেলা ভার। ২০১৭ সালে পরিচালকদ্বয়ের ‘পোস্ত’ ছবির হাত ধরে বক্স অফিস ছিল জমজমাট।ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন জমে গিয়েছিল প্রেক্ষাগৃহে। সবেমাত্র নতুন ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-র শ্যুটিং শেষ করেছেন শিবপ্রসাদ-নন্দিতা। এই ছবির হাত ধরেই হিন্দিতে পা দিচ্ছেন তারকা সাংসদ মিমি। তবে, সেই সবের আগে রবিবার পরিচালক নন্দিতা রায়ের জন্মদিন।


নন্দিতা রায়ের জন্মদিনে পরিচালক শিবপ্রসাদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে দেখা যাচ্ছে শান্তিনিকেতনে শ্যুটিংয়ের সময় তোলা নন্দিতা রায়ের একটি ছবি। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে শিবপ্রসাদ লেখেন, ‘শুভ জন্মদিন বিগ বস’। অপরদিকে প্রযোজনা সংস্থার তরফে নন্দিতা রায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে লেখা হয়েছে, ‘যাঁর পরিচালনায় আমাদের স্বপ্নগুলো উড়ান পায়’।