Thursday, January 28, 2021
Home বিনোদন অর্জুনের সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ছবি পোস্ট করলেন মালাইকা

অর্জুনের সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ছবি পোস্ট করলেন মালাইকা

নিজস্ব সংবাদদাতা : বেশ কিছুদিন ধরে সম্পর্কের হয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। প্রেমের সম্পর্কে বয়স যে কোনো বিষয় নয় তারা তা বুঝিয়ে দিয়েছেন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানান মুহূর্তের ছবি শেয়ার করেন মালাইকা ও অর্জুন। এবার এমনই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মালাইকা। সেই ভিডিওর ক্যাপশনে মালাইকা জানিয়েছেন তিনি জীবনের প্রতি কৃতজ্ঞ। সেই ভিডিওয় বেশ কয়েকবার অর্জুনকেও দেখা গিয়েছে। এছাড়াও অর্জুনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের আরেকটি ছবি আলাদা করে শেয়ার করেছেন মালাইকা। সেই ছবিতে দুজনের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ছবির ক্যাপশনে মালাইকা লিখেছেন যে, অর্জুন- এর সঙ্গে কাটানো সময়গুলো তার কাছে সর্বদা খুব সুন্দর। ছবিতে মালাইকাকে খুব সুন্দর একটি সবুজ রঙের প্যান্ট স্যুটে দেখা যাচ্ছে। তার সঙ্গে মানানসই ব্রাউন জুতোয় দারুণ লাগছে অভিনেত্রীকে। অন্যদিকে ধূসর রঙের সোয়েট শার্টের সঙ্গে একটি কালো রং-এর প্যান্ট এবং কালো বুট পরেছেন অর্জুন। দুজনের ফ্যাশনেই রয়েছে শীতের ছোঁয়া। এই মুহূর্তে হিমাচল প্রদেশ ছুটি কাটাতে গিয়েছেন মালাইকা ও অর্জুন। তবে মালাইকার অনেক আগেই হিমাচল প্রদেশের পৌঁছে গিয়েছিলেন অর্জুন কাপুর। কারণ সেখানে ‘ভূত পুলিশ’ ছবির শুটিং চলছিল তাঁর। সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সইফ আলি খানও। এরপরে হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছান মালাইকা। করিনা কাপুর খান এবং তৈমুরকেও সেখানে দেখা যায়। সেখানের একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল।

Most Popular

গ্রেপ্তারির আশঙ্কা ‘‌তাণ্ডব’‌ এর নির্মাতা-অভিনেতাদের

নিজস্ব সংবাদদাতা : সদ্য মুক্তিপ্রাপ্ত আমাজন প্রাইমের 'তাণ্ডব' ওয়েব সিরিজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। এই অভিযোগে দেশের একাধিক জায়গায়...

১০ কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর

নিজস্ব সংবাদদাতা : কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে হামলার ঘটনায় যোগেন্দ্র যাদব, রাকেশ টিকায়েত সহ মোট দশজন কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে...

নন্দীগ্রাম দখলে আনতে গ্রাউন্ড জিরোয় সুব্রত

নিজস্ব সংবাদদাতা : জমি আন্দোলনই হাত শক্ত করেছিল তাঁর। ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়েও এ বার বাজি সেই নন্দীগ্রাম। গেরুয়া দাপট সত্ত্বেও...

আবারও অসুস্থ সৌরভ

নিজস্ব সংবাদদাতা : বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলি। ফের বুকে ব্যথা বাংলার মহারাজের। তড়িঘড়ি তাঁকে ভর্তির জন্য নিয়ে যাওয়া...