নিজস্ব সংবাদদাতা: মাত্র ১৩ বছর বয়সে একটি সিনেমার জন্য প্রথমবার গান রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতের কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর।এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন লতা। কিন্তু ২০২০ কেড়ে নিল দেশের সুর সাম্রাজ্ঞীকে। মৃত্যুর কাছে হার মেনে চিরঘুমে পাড়ি দিলেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি।

রবিবার মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই প্রয়াত হলেন বছর ৯২- র লতা। লতার প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল। লতা মঙ্গেশকরের প্রয়াণে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে ‘ key খবরের তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি এটা প্রয়াণ হিসেবে দেখি না। কিছু কিছু মানুষের সঙ্গে প্রয়াণ শব্দটা যায় না। অন্য সুর লোকে তিনি বিরাজ করবেন। এর থেকে বেশি কিছু বলার দৃষ্টান্ত আমার নেই’।

সুর সম্রাজ্ঞী লতার প্রয়াণে গায়িকার সোমলতার সঙ্গে যোগাযোগ করা হলে ‘key খবরকে তিনি জানান,’বিশাল বড় একটা ক্ষতি। লতা মঙ্গেশকারকে জীবন্ত সরস্বতী বলা হত। অদ্ভুতভাবে সরস্বতী পুজোর পরের দিন তিনি ছেড়ে চলে গেলেন আমাদেরকে। প্রতিটি মানুষকেই একদিন একদিন যেতে হয় তবে উনি যে আমাদের জন্য রেখে গেলেন তা বছরের পর বছর গুছিয়ে রাখব। এতদিন যে ভাবে গুছিয়ে রেখে এসেছি তা আমরা আজীবন গুছিয়ে রাখবো’।

রবিবার সুর সম্রাজ্ঞী লতার মৃত্যুর খবর আসতেই প্রবাদপ্রতিম গায়িকা হৈমন্তী শুক্লার সাথে যোগাযোগ করা হলে কেঁদে ফেলেন তিনি। কাঁদো কাঁদো গলায় তিনি বলেন,’লতা মঙ্গেশকর আমার কাছে সাক্ষাৎ সরস্বতীই। ওনার সান্নিধ্যে আসতে পেরেছিলাম এটা সৌভাগ্য।আমরা বুঝি মানুষ চিরকাল থাকে না। কিন্তু উনি তো মানুষ ছিলেন না! দেবী ছিলন। দেবী সরস্বতী’।

অপরদিকে, লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করলেন গায়িকা লোপামুদ্রা মিত্রও। তার কথায়,’যত যাই করে থাকুন না কেন দ্বিতীয় লতা মঙ্গেশকর আর তৈরি হবে না।লতা মঙ্গেশকরের চলে যাওয়া ভারতের কাছে অন্য রকম একটা শোকের জায়গা’।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা সোহম।লতার প্রয়াণে অভিনেতা সোহম চক্রবর্তী জানান,’আমার জীবনের চরম প্রাপ্তি শিশুশিল্পী হিসেবে কাজ করতাম তখন এক বার লতাজির গাওয়া গানে লিপ দেওয়ার সুযোগ হয়েছিল। হয়ত খুব কম লাইন ছিল। কিন্তু অন্তত বলতে পারব যে, আমার অভিনীত ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া গান ছিল এবং আমি তাতে লিপ দিতে পেরেছিলাম। এনাদের গান যত বারই শুনি, মনে হয় যেন প্রথম বার শুনছি এবং আগামী দিনেও শুনব’।

লতার প্রয়াণে শোক প্রকাশ করে শিল্পী এ আর রহমান টুইট করে লেখেন, ‘ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রার্থনা’। সঙ্গে একটা গোলাপের ইমজি।

গত ১১ জানুয়ারি নিউমোনিয়া ও করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতা। সেখানেই চলছিল তার চিকিৎসা। টানা কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল গায়িকাকে। যদিও পরবর্তীতে চিকিৎসার উন্নতি হওয়ায় ভেন্টিলেশনে সাপোর্ট খুলে দেওয়া হয় লতার। কিন্তু শেষ রক্ষা হলো না। রবিবার চলে গেলেন ভারতরত্ন বছর ৯২- র লতা মঙ্গেশকর।
