31 C
Kolkata

Lata Mangeshkar Death: নিভে গেল জীবন-দীপ,মাল্টি অর্গ্যান ফেলিওরে মৃত্যু লতার

নিজস্ব সংবাদদাতা: চিরতরে নিভলো বাতি। মৃত্যুর কাছে হার মানলেন ভারতের কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর।রবিবার সকালে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই প্রয়াত বছর ৯২- র লতা। মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু গায়িকার।

গত ১১ জানুয়ারি নিউমোনিয়া ও করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা। সেখানেই চলছিল তার চিকিৎসা। টানা কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল গায়িকাকে। যদিও পরবর্তীতে চিকিৎসার উন্নতি হওয়ায় ভেন্টিলেশনে সাপোর্ট খুলে দেওয়া হয় লতার। কিন্তু শেষ রক্ষা হলো না। করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরলেও ২৮ দিনের কঠিন লড়াইয়ের শেষে এদিন সকাল ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা।

হাসপাতাল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ বাসভবনে নিয়ে যাওয়া হবে লতার মরদেহ। এরপর বিকেল ৪টে নাগাদ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে। সন্ধে সাড়ে ৬টায় হবে লতার শেষকৃত্য। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল লতার স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান বোন আশা ভোঁসলে। কিন্তু শেষ রক্ষা হলো না থামল সুর ঝংকার। প্রয়াত হলেন লতা। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর থেকে সংগীত জগতে পথ চলা শুরু লতার। এক হাজারেরও বেশি ভারতীয় ছবি সহ ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই ঝুলিতে রয়েছে।

Featured article

%d bloggers like this: