নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধমুখী বি-টাউনে। অক্ষয়,গোবিন্দা, ভূমির এবং ভিকি কৌশল পর করোনার কবলে এবার তার গুঞ্জন রত প্রেমিকা বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। আপাতত সমস্ত নিয়ম ও ডাক্তারের পরামর্শ মেনে নিজের বাড়িতেই থাকবেন।
ক্যাটরিনা বলেন “ আমার covid-19 টেস্ট এর রিপোর্ট পজিটিভ
তৎক্ষণাৎ আমি নিজেকে আইসলেট করি এবং আমি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছি। আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সমস্ত সুরক্ষা রীতিনীতি মেনে চলছি।
যারা আমার সংস্পর্শে এসেছিলেন আপনারা অবলেম্ব কোভিড-19 টেস্ট করান।
আপনাদের সকলের ভালোবাসা ও সামর্থ্যনের জন্যে কৃতজ্ঞ।
যত্নে থাকুন সুস্থ থাকুন”।