30 C
Kolkata

Kothamrito: পঞ্চমীতেই ‘কথামৃত’

নিজস্ব প্রতিবেদন: পুজোর বাদ্যি বেজেছে শহরে। রাত পোহালেই মায়ের বোধন। আর তার আগেই পঞ্চমীর শুভলগ্নে দর্শকদের মুখে কথা ফোঁটল পরিচালক জিৎ। প্রকাশ্যে ‘কথামৃত’- র ট্রেলার।

জিৎ চক্রবর্তীর ‘কথামৃত’- র হাত ধরেই এই প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছে আরাজিতা- কৌশিক। ‘কথামৃত’ হলেও ছবির গল্প এগোবে বাকশক্তি হারানো হিরোর গল্প নিয়ে। আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে নতুন জুটি অপরাজিতা- কৌশিকের নতুন ছবি ‘কথামৃত’।

ছবির গল্প এগোবে দুর্ঘটনায় বাকশক্তি হারানো কৌশিক অর্থাৎ ছবির সনাতন আর বাকশক্তি হারানোর স্বামীকে নিয়ে কিভাবে সংসার চালাবে সুলেখা সেই গল্প নিয়ে। সনাতন ও সুলেখার সংসার চলছিল ঠিক ভাবেই। কিন্তু বিপত্তি আসে অন্য জায়গায়। এক দুর্ঘটনায় বাকশক্তি হারান সনাতন। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নয়া মোড় নেয়। এক দম্পতির মধ্যে কথা না বলা কি স্বামী স্ত্রীর সম্পর্কে প্রভাব ফেলতে পারে সেই উত্তর দেবে পরিচালক জিৎ চক্রবর্তীর নতুন ছবি ‘ কথামৃত ‘। ‘ কথামৃত ‘- র ট্রেলারেও মিলেছে সে আভাস।

আরও পড়ুন:  Singer Noble: অবশেষে জামিন পেলেন সঙ্গীত শিল্পী নোবেল

Featured article

%d bloggers like this: