33 C
Kolkata

Janhvi Kapoor: গরম থেকে বাঁচতে পাহাড় পছন্দ নায়িকার

নিজস্ব প্রতিবেদন : তামিলনাড়ু উটিতে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। গরম থেকে বাঁচতে পাহাড়কেই বেঁচে নিয়েছেন নায়িকা। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন বলি সুন্দরী। কখনও তিনি দাঁড়িয়ে আছেন আর পিছনে দেখা যাচ্ছে সবুজ চা বাগানে আবার কখনও ক্যাফেতে বসে আছেন খোশ মেজাজে। তবে শোনা যাচ্ছে উটিতে জোয়া আখতারের ‘দ্য আর্চি কমিক্স’-এর শ্যুটিং করছেন খুশি।

সেখানে বোনের সঙ্গে সময় কাটাতে উড়ে গিয়েছেন দিদি জাহ্নবী। জাহ্নবীর সোশ্যাল মিডিয়া পাতায় চোখ রাখলেই এখন উটি ঘুরে বেড়ানোর ছবিতে চোখে পড়ছে। মাঝেমধ্যেই কোথাও না কোথাও বেড়াতে যান জাহ্নবী৷ কখনও সোলো, কখনও বোন খুশি বা বন্ধুদের সঙ্গে ট্রিপ উপভোগ করেন। শীঘ্রই বড় পর্দায় ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। সৌজন্যে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

আরও পড়ুন:  Ice cream recipe: বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন কফি আইসক্রিম!

করণ জোহরের ধর্মা প্রোডাকশন গত বছর এই ছবির ঘোষণা সেরেছিল। এই ছবির মাধ্যমে ফের একবার পর্দায় জুটিতে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। ‘গুঞ্জন সাক্সেনা’ খ্যাত পরিচালক শরণ শর্মার ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি হবে এই নতুন ছবি। রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর চরিত্রে, জাহ্নবীর থাকছেন মহিমার ভূমিকায়। ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Featured article

%d bloggers like this: