30 C
Kolkata

Ananya Panday: সাদা জাল পোশাকে উষ্ণ অনন্যা


নিজস্ব সংবাদদাতা: বর্তমানে বিটাউনের সকলের নয়নের মনি অনন্যা। সব সময় অনন্যার মুখে লেগে থাকে হাঁসি। আর সেই হাঁসিই জয় করে অনন্যার অনুরাগীদের মন। আর এবার নেট পাড়ায় আগুন ছড়াল অনন্যা পান্ডে। সাদা জাল পোশাক থেকে উঁকি দিচ্ছে অভিনেত্রীর সাদা অন্তর্বাস।

বর্তমানে বি টাউনে এক গুচ্ছ নয়া অভিনেতা-অভিনেত্রীর সমাগম ঘটেছে। নয়া অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কিন্ত উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। আর সেই তালিকায় প্রথমেই নাম নেওয়া যায় অনন্যা পাণ্ডে। অনন্যার এক মুখ হাঁসিতেই কুপোকাত আমজনতা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই হট ছবি ভিডিও পোস্ট করেন অনন্যা।

বলিউড অভিনেত্রীরা মানেই তারা ফ্যাশন করবেন এটা সকলের জানা। কিন্তু মাঝে মাঝে অভিনেত্রীদের ফ্যাশন ট্রোলিং- র পর্যায়ে চলে যায় হয়ে যায়। সম্প্রতি অনন্যা তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছে একটি উষ্ণ ছবি। যেখানে অভিনেত্রীর পরনে সাদা জাল পোশাক। খোলা চুল সাদা পোশাক থেকে উন্মুক্ত অভিনেত্রীর উষ্ণ পা।

আরও পড়ুন:  Lifestyle tips: গোটা ফল না ফলের রস, কোনটা বেশি উপকারী ?

Featured article

%d bloggers like this: