নিজস্ব প্রতিবেদন : বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন অভিনেত্রী হিনা খান যে সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে সেই সম্পর্কে এবার ইতি টানতে চলেছেন। দীর্ঘদিন ধরে তিনি রকি জয়সওয়াল এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে কয়েকদিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি স্টোরিস থেকে শুরু হয় গুঞ্জন।
ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে অনুরাগী সকলেই চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জন শোনার পর থেকে। অবশেষে অভিনেত্রী জানালেন তাদের দুজনের মধ্যে কোন কিছুই হয়নি। তাদের সম্পর্ক আগের মতই সুস্থ ও স্বাভাবিক আছে। শুধুমাত্র ওই পোস্টটি ছিল প্রচারের অংশ মাত্র। এর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন যে রকির সঙ্গে বিচ্ছেদের কথা যে স্বপ্নতেও ভাবতে পারেন না
তাই এই ধরনের পোস্ট শুধু মাত্রই প্রচার অথবা গুঞ্জন ছাড়া কিছুই নয়। অভিনেত্রী পাশাপাশি জানিয়েছেন যে ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবরা যখন জানতে চেয়েছেন তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তখনই তুমি সিদ্ধান্ত নেন সকলকে জানানোর হচ্ছে স্টোরিটা শুধুমাত্র একটি প্রমোশনাল সুট ছাড়া কিছুই নয়।