29 C
Kolkata

Sandipta sen: আর রাগ ঢাক নয় জনসমক্ষে সন্দীপ্তার প্রেমিক


নিজস্ব প্রতিবেদন: মূলত তাকে সকলেই জেনে টলিপাড়ার দুর্গা নামে। ছোটপর্দা থেকে অভিনয় শুরু হলেও ইতিমধ্যেই ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তবে সুন্দরী সন্দীপ্তা কার সাথে প্রেম করছেন এই নিয়ে কম জল ঘোলা হয়নি।

আদতেও অভিনেত্রীর কোনও প্রেমিক আছে কিনা সেই প্রশ্নও ওঠে। আর রাগ ঢাক নয়। বন্ধ দরজা এবার নিজেই খুললেন সন্দীপ্তা। নিজের সোশ্যাল মিডিয়ায় মনের মানুষের সঙ্গে ছবি দিয়ে জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী।সন্দীপ্তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢু মারলেই লক্ষ্য করা যাচ্ছে এক মুখ হাসি নিয়ে ছবিতে পোজ দিয়েছেন সন্দীপ্তা আর পাশে অভিনেত্রীর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়।

ছবি পোস্ট করে ক্যাপশনে সন্দীপ্তা লেখেন, ‘গল্প হলেও সত্যি’। জানা গিয়েছে সন্দীপ্তার প্রেমিক নামী ওটিটি প্ল্যাটফর্মে কর্মরত।

আরও পড়ুন:  Health tips: আপনি কি জানেন, মেথির গুনাগুন ! ওজন হ্রাস থেকে বদহজম কাজ করে মেথি

Featured article

%d bloggers like this: