নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত ধারাবাহিক ‘ গুড্ডি ‘। স্বামীর দুবার বিয়ে করা। প্রথম স্ত্রীকে বিচ্ছেদ দিয়ে আবার তার প্রেমে পড়া নানা ঘটনা নিয়ে চর্চায় ধারাবাহিক। তবে,এবার মাথা ফাটল গুড্ডি স্বামীর। কপাল ঠুকছে গুড্ডির।

ধারাবাহিকের গল্প অনুযায়ী নিজের ভালোবাসাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করা। তারপরে আবার ভালোবাসার কাছে ফিরে আসা। আবার তাকে বিয়ে করা কিন্তু বিয়ে করার পর প্রথম বউয়ের কাছে ফিরে যাওয়া। এই সব কিছু নিয়ে চরম ট্রোল করা হচ্ছে ধারাবাহিক। এরই মাঝে আবার বিতর্কে
‘ গুড্ডি ‘।

সম্প্রতি ভাইরাল হয়েছে ‘গুড্ডি’ ধারাবাহিকের প্রোমো। প্রোমো অনুযায়ী, গুরুতর আহত অনুজ। বাঁচার বিশেষ চান্স নেই তার। এই ঘটনায় দেওয়ালে মাথা ঠুকছে গুড্ডি। এরপর শিরিন চলে আসে হাসপাতালে। তখন গুড্ডিকে ধরে চিৎকার করে প্রশ্ন করতে থাকে ‘কিরে বল এখন তুই খুশি তো? তোর জন্য এইভাবে অনুজের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার সিথির সিঁদুর মুছে সাদা করে দিয়ে তুই এখন নিজে সিঁদুর পরবি’।
