31 C
Kolkata

লালবাজারে অভিযোগ দায়ের স্বরা ভাস্করের বিরুদ্ধে


নিজস্ব সংবাদদাতা:গত কয়েকদিন ধরেই তালিবানদের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বলিউড থেকে টলিউড একাধিক সেলেবরা সোশ্যাল মিডিয়ার সোচ্চার হয়েছেন। ঠিক সেভাবেই সোচ্চার হোন অভিনেত্রী স্বরা ভাস্করও। আর সেটাই হলো কাল। আফগানিস্তানের তালিবান তাণ্ডব নিয়ে লিখতে গিয়ে হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে বিপাকে অভিনেত্রী স্বরা। স্বরার বিরুদ্ধে অভিযোগ দায়ের লালবাজারে।

তালিবানি অত্যাচার নিয়ে কিছুদিন আগেই টুইট করে অভিনেত্রী স্বরা লেখেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে, তালিবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই ক্ষুব্ধ হই। তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মুল্যবোধ কোনও নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়’।স্বরা ভাস্করের এই টুইট ঘিরে তুঙ্গে উঠেছিল সমালোচনা। অনেকেই এই মন্তব্যের জেরে নেট নাগরিকরা স্বরার গ্রেফতারি দাবি করে। এরই মাঝে এবার স্বরার নামে অভিযোগ জমা পড়ল খাস কলকাতায় লালবাজারে। রাজা চৌধুরী নামে এক ব্যক্তি অভিনেত্রীর নামেএফআইআর দায়ের করেছেন।

আরও পড়ুন:  Sirin Shila: ভিড়ের মাঝেই অভিনেত্রীকে জড়িয়ে ধরে ভক্তের চুমু !

ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে স্বরার বিরুদ্ধে লালবাজারে দ্বারস্থ হয় রাজা চৌধুরী নামে কলকাতার ওই যুবক। ওই যুবকের অভিযোগ, ‘হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর। এভাবে হিন্দু ও মুসলিমদের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। শুধু যে হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছেন তাই-ই নয় তালিবানি সন্ত্রাসের প্রশংসা করেছেন। এই ধরনের পোস্ট সমাজে খারাপ প্রভাব ফেলে। ভারতীয় এবং হিন্দু হিসেবে আমি আঘাত পেয়েছি। তাই আমি স্বরা ভাস্করের বিরুদ্ধে এফআইআর করতে চাই’।

Featured article

%d bloggers like this: