Wednesday, June 23, 2021
Homeবিনোদন'দ্য ফ্যামিলি ম্যান ২' সিরিজে অভিনেতাদের পারিশ্রমিক কত? দেখে নিন

‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে অভিনেতাদের পারিশ্রমিক কত? দেখে নিন

নিজস্ব সংবদদাতা: OTT প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তির পরপরই হিট হয়ে গিয়েছে দ্য ফ্যামিলি ম্যান- ২ সিরিজ। রিলিজ মুখোমুখি সময়ে বহু জল্পনার সামনে পড়লেও সকলের মন জয় করতে সক্ষম এই ওয়েব সিরিজ। অভিনয় দক্ষতার জন্য দারুণ প্রশংসিত হচ্ছেন এই সিরিজের অভিনেতারা। মনোজ বাজপেয়ীসহ এই সিরিজের সকল তারকা অভিনেতারা পেয়েছেন মোটা পারিশ্রমিক। দেখে নিন কে কত টাকা পেয়েছেন এই সিরিজে অভিনয়ের জন্য।

সিরিজের মূল চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় অভিনয় করছেন মনোজ বাজপেয়ী। জানা গেছে, এই সিরিজের জন্য মনোজ বাজপেয়ী নিয়েছেন ১০ কোটি টাকা।

অভিনেত্রী সামান্থা আক্কিনেনি সিরিজটিতে অভিনয় করেছেন রাজি-র ভূমিকায়। তাঁর এই ভূমিকা নিয়ে বিতর্কেও জড়াতে হয়েছে তাঁকে। কিন্তু, তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সকলের থেকে। শোনা যাচ্ছে সামান্থা এই অভিনয়ের জন্য নিয়েছেন ৩-৪ কোটি টাকা।

এই সিরিজ অভিনয়ের জন্য অভিনেতা শরদ কেলকর নিয়েছেন ১ কোটি ৬০ লক্ষ টাকা।

মেজর সমীরের ভূমিকায় অভিনয় করা দর্শন কুমার নিয়েছেন ১ কোটি টাকা।

এবং মনোজ বাজপেয়ীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করা প্রিয়মণি নিয়েছেন ৮০ লক্ষ টাকা।

জেকে-র ভূমিকায় অভিনয়ের জন্য দারুন প্রশংসিত হয়েছেন অভিনেতা শারিব হাশমি। তিনি এটির জন্য নিয়েছেন ৬৫ লক্ষ টাকা।

মিলিন্দের ভূমিকায় অভিনয় করা অভিনেতা সানি হিন্দুজা নিয়েছেন ৬০ লক্ষ টাকা।

শ্রীকান্ত তিওয়ারির মেয়ে ধৃতির ভূমিকায় অভিনয় করা আশলেশা ঠাকুর নিয়েছেন ৫০ লক্ষ টাকা।

Most Popular