নিজস্ব প্রতিবেদন: দক্ষিণী অভিনেতা অভিনেত্রীরা সাধারণত নিজেদের ভাষাতেই কথা বলতে পছন্দ করেন বলেই দেখা গিয়েছে। দক্ষিণী সুপারস্টার প্রভাস হোক বা রামচরণ বা আল্লু অর্জুন সকলে নিজের ভাষাতে কথা বলতে দেখা গিয়েছে বরাবর। তবে এবার এই ভাষার জন্যই পদক্ষেপ মুখে পড়তে হলেও দক্ষিণই আরেক সুপারষ্টার জুনিয়ার এনটিআরকে। সম্প্রতি তিনি এবং রামচরন অভিনীত আরআরআর বিশ্ব দরবারে প্রচুর সম্মান কুড়িয়েছে।
দৌড়ে পর্যন্ত নাম লিখিয়েছে এই ছবিটি। তবে তার আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ড ও তাদের পারফরমেন্স চোখে পড়ার মতন। সেরা বিদেশি ছবির বিভাগেও তারা নজর কেড়েছেন। আর্জেন্টিনার কাছে হেরে গেলেও আরআরআর প্রশংসিত হয়েছে সমালোচক মহলেও। সেরা বিদেশি ছবি না হলেও এই ছবির গান নাটু নাটু-র জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আরআরআর। সেই নিয়ে এই কথা বলতে গিয়ে এই ছবির অভিনেতা জুনিয়ার এনটিআরকে আমেরিকান এক্সসেন্টে কথা বলতে।
সেই নিয়ে কটাক্ষের মুখে পড়তে হলো অভিনেতাকে। অনেকের মতে আমেরিকায় গিয়ে আমেরিকান একসেন্টে কথা বলা মোটেও উচিত হয়নি অভিনেতার। অভিনেতার অনুরাগীরাও তার হয়েই কথা বলেছেন। তাদের কথায় পরিস্থিতি অনুযায়ী হয়ত কথা বলার ধরন পাল্টাতেই পারে। তবে সকলের এই দিকে নজর দেয়া উচিত যে ভারতীয় সিনেমার জন্য গর্বের বিষয়ে যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এসেছে ভারতের ঘরে। যদিও এই কটাক্ষ নিয়ে মুখ খোলেননি অভিনেতা বা ছবি নির্মাতারা কেউ।