নিজেস্ব প্রতিবেদন: বলিউডের পরিচালক ও প্রযোজক করন জোহারকে বিয়ে করার জন্য নাকি একেবারেই তৈরি ছিলেন টেলিভিশন ধারাবাহিকের প্রযোজক একতা কাপুর। শোনা যায় করণের মনে ইচ্ছেটা প্রথম থেকেই ছিল করণের মনে।
হঠাৎই ভাইরাল হল একতা কাপুরের একটি সাক্ষাৎকার, যেখানে একতা কাপুর প্রকাশ্যে জানালেন করণ জোহর যদি প্রোপোজ করেন তাহলে তাঁকে বিয়ে করতে রাজি! অন্যদিকে বিয়ের ব্যাপারে করণের ইচ্ছেও ষোলোয়ানা৷
করণ সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, আমি মনে হয় কোনও দিনই সঙ্গী পাবো না৷ একতা আমার খুব ভালো বন্ধু৷ আমরা সব কিছু শেয়ার করি৷ তাই একতা রাজি থাকলে আমি ওকে বিয়ে করতে পারি!
করণের মুখ থেকে একথা শুনে, প্রথমে কিছুটা হতবাক হয়েছিলেন একতা কাপুর৷ তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এটা সত্যি আমি আর করণ দারুণ বন্ধু৷ তাই হয়তো আমাদের মধ্যে প্রেমটা সেভাবে হল না৷ তবে আমাকে যদি করণ প্রোপোজ করে তাহলে হ্যাঁ করে দেব৷ কারণ আমরা দু’জন দারুণ জুটি৷
তবে এসব কথা একেবারেই এখন ইতিহাস৷ করণ এখন সারোগেসির সাহায্য নিয়ে দু’বাচ্চার বাবা৷ অন্যদিকে একতাও সামলাচ্ছেন বাচ্চা৷ তবে বন্ধত্ব কিন্তু এখন করণের সঙ্গে বেড়েই চলেছে একতার৷
করণ-একতার বন্ধুত্ব বহুদিন ধরেই ৷ দু’জনেই দু’জনের কাজকে সম্মান করেন এবং প্রশংসা ও সমালোচনাও করেন৷ তবে একতা যেহেতু মূলত ধারাবাহিক নিয়েই থাকেন৷ তাই সিনেমার জগতের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে শুধু করণকেই চেনেন একতা৷ এই বন্ধুত্ব কিন্তু সেই ছোট্টবেলা থেকে৷