নিজস্ব প্রতিবেদন:২০২৩ সালে দাঁড়িয়ে থাকলেও আজও সমাজের বেশ কিছু মানুষের মনে রয়ে গিয়েছে বস্তাপচা ধারণা। সমাজ এগিয়ে গেলেও রাতের অন্ধকারে আজও ভয় পে মেয়েরা রাস্তায় বেরোতে। এই দিন থাকবে না আর বেশি। পুরুষদের পাশাপাশি মেয়েদের গুরুত্বও সমান। তাই এবার নারীদের গল্প নিয়ে আসছে পরিচালক অর্ণব মিদ্যা।

‘সেদিন কুয়াশা ছিল’-র পর এবার নারী কেন্দ্রিক ছবি ‘মেঘলা’ নিয়ে হাজির অর্ণব। ছবির গল্প অনুযায়ী মেঘলা এক প্রাণবন্ত মেয়ের গল্প, যে তার স্বামীর সাথে পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ করেই তার স্বামী আবীরকে হারিয়ে ফেলে।
আবীর হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, হারিয়ে গেলো নাকি কেউ সরিয়ে দিল সেই নিয়ে গল্প। শুরু হয় আবীর কে খোঁজার পালা, আর তারপর হতে থাকে একটা র পর এক টা বিপর্যয়। মেঘলা কি আদৌ পারবে সেই সব ঝড় ঝাপটা সামলাতে, পারবে কি জীবন যুদ্ধে টিকে থাকতে? পারবে কি মেঘ সরিয়ে রোদের দেখা?

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন , অন্দরকাহিনীর পর আবার একটি নারীকেন্দ্রিক ছবি বানানো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, যেখানে বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্রের রূপদানের জন্য অভিনেতার নির্বাচন একটি কঠিন কাজ। চিত্রনাট্য লেখার সময় আমরা হয়তো অনেক দৃশ্য আমাদের মতন করে কল্পনা করি, কিন্তু বাস্তবে শুটিং এর সময় সেই পরিকল্পনা অনুযায়ী শুট করা এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হলো ক্যামেরার সামনে দাঁড়ানো সেই অভিনেতাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ছাড়া কোন চরিত্রই জীবন্ত হয়ে উঠতে পারে না। আমি অত্যন্ত ভাগ্যবান যে মিথিলার মতন একজন অত্যন্ত সুযোগ্য অভিনেত্রী মেঘলার মতো একটি কঠিন চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিথিলাকে। তাছাড়াও অন্যান্য চরিত্রে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার সহ আরও অনেকে।