30 C
Kolkata

Sudipar Rannaghor: স্লট হারাতে চলেছে সুদিপার রান্নাঘর?


নিজস্ব প্রতিবেদন: বহু বছর ধরে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে অন্যতম রান্নার শো সুদিপার রান্নার ঘর। মাঝে কয়েকদিন অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার কারণে শো থেকে সরে দাঁড়াতে হয়েছিল সুদিপাকে। কিন্তু এবার শোনা যাচ্ছে স্লট হারাতে বসেছে সুদিপার রান্নাঘর।

‘রান্নাঘরের রানি’ হিসাবে সকলেই চেনে সুদীপাকে।পাঁচ হাজার পর্ব পার করেছে জি বাংলার জনপ্রিয় কুকরি শো ‘রান্নাঘর’। কিন্তু গত কয়েকদিন ধরে ডেলিভারি বয় নিয়ে বিতর্কে নাম উঠেছে সুদিপার। তবে, শোনা যাচ্ছে এবার শোয়ের সময় পরিবর্তন হচ্ছে। এবার নাকি দুপুরের স্লটে আসতে চলেছে ‘রান্নাঘর’।

আরও পড়ুন:  Kolkata News: ঘর খুঁজতে গিয়ে প্রতারিত বহু ছাত্রছাত্রী শহর কলকাতায়

Featured article

%d bloggers like this: