33 C
Kolkata

Byomkesh hotyamoncho teaser: হত্যারহস্যের সমাধানে “হত্যামঞ্চে” আসছেন সত্যান্বেষী।

নিজস্ব প্রতিবেদন: ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে টানটান থ্রিলার, রহস্য এবং রোমাঞ্চ।টানা চার বছর বাদে সত্যান্বেষণ করতে আবার বড়পর্দায় আসতে চলেছে বাঙালির প্রিয় ব্যোমকেশ বক্সীর “ব্যোমকেশ হত্যামঞ্চ” ।

সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার। পরিচালনায় অরিন্দম শীল। ফের একবার আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। আগামী ১১ অগস্ট সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।

সত্তরের দশকে, ফের সত্যের সন্ধানে হাজির ব্যোমকেশ বক্সী! শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত গল্প ‘বিশুপাল বধ’ গল্প অবলম্বনে তৈরি এই ছবি। এই ডিটেকটিভ থ্রিলারে আবিরকে ফের একবার দেখা যাবে ব্যোমকেশের ভূমিকায়। তাঁর স্ত্রী সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার। এই প্রথমবার ব্যোমকেশের ছবিতে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দা, অনুশা বিশ্বনাথন এবং অর্ণ মুখোপাধ্যায়।

আরও পড়ুন:  Astro tips: জানেন এই চার রাশির জাতকরা সহজেই পান মহাদেবের আশীর্বাদ !

চার বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার পিছনে যে রহস্য লুকিয়ে, ফের একবার সেই সত্যের সন্ধানে বেরোবেন ব্যোমকেশ। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে টানটান থ্রিলার, রহস্য এবং রোমাঞ্চ। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই ছবির গল্প। একটি নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। আর সেই খুনের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? প্রেম, বিশ্বাসঘাতকতা, একে একে পুরোটা প্রকাশ্যে আসে। ব্যোমকেশের হাতে কীভাবে রহস্য উন্মোচন হবে, তা সমাধানই গল্পের মূল বিষয়।

অরিন্দম শীলের আগের তিনটি ব্যোমকেশের মধ্যে রয়েছে ‘হর হর ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ পর্ব’ এবং ‘ব্যোমকেশ গোত্র’। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ‘ব্যোমকেশ বক্সী’। এইবার দেখার বিষয় এটাই যে এই চতুর্থ ব্যোমকেশ বক্সী কতটা মন কাড়তে পারে দর্শকদের

আরও পড়ুন:  Paneer Recipe: ছুটির দুপুরে বানিয়ে ফেলুন জিভে জল আনা স্বাদে ভরা পনির

Featured article

%d bloggers like this: