নিজস্ব প্রতিবেদন: বিরাট আর অনুস্কা এই নাম শুনলেই তাঁদের ভক্তদের মাথায় একটায় কথা আসে স্বপ্নের মতো সুখী দম্পতি। তাদের সম্পর্ক যেন পুরো বইয়ের পাতায় লেখার মতো স্পষ্ট ভাবে উঠে আসে। সম্প্রতি তাদের মেয়ে হয়েছে। মেয়ের নাম রেখেছেন ভামিকা।মেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি বিরুষ্কা । তবে নিজেরা ফের নিজেদের কাজে ফিরে গিয়েছেন । পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে বিরাট অনেকদিন আগেই ফিরেছেন ২২ গজে । আর মেয়ের ২ মাস হতেই অনুষ্কার যাতায়াতও শুরু হয়েছে শ্যুটিং ফ্লোরে
সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুটে ফের দেখা গেল বিরাট-অনুষ্কাকে । ফের একই রকম মিষ্টি তাঁদের রসায়ন । দু’জনে একসঙ্গে সেটে উপস্থিত থাকলে কোনও না কোনও ম্যাজিক থাকবেই দর্শকদের জন্য । এ বার একেবারে চমকে দিলেন অনুষ্কা । সদ্যই মা হয়েছেন তিনি । কিন্তু ফিটনেসে একেবারে অনবদ্য নায়িকা । তাঁকে দেখে বোঝারও উপায় নেই । শরীরে বেবি ফ্যাটের লেশমাত্র নেই । গোটা প্রেগন্যান্সি পিরিয়ডেই চুটিযে শরীরচর্চা করেছিলেন নায়িকা । তারই ফলস্বরূপ এখন তিনি সুপার অ্যাক্টিভ আর দারুণ ফিট ।
শ্যুটিংয়ের ফাঁকে তাই মজা করতে করতে অবলীলায় বিরাটকে শূন্যে তুলে ফেললেন অনুষ্কা । প্রথম দিকে সামান্য একটু কষ্ট করতে হল তাঁকে । তাও তিনি স্বামীকে বললেন, তাঁকে যেন কোনও রকম সাহায্য না করা হয় । শেষ পর্যন্ত একাই সেই কাজটি করে ফেললেন নায়িকা । আর বিষ্মিত হয়ে বিরাটের মুখ দিযে বেরিয়ে এল ‘ওহ, তেরি!’