33 C
Kolkata

Radhika Apte Age, Height, Husband, Biography: জেনে নিন সুন্দরী অভিনেত্রী রাধিকা আপ্তের আসল বয়স

নিজস্ব প্রতিবেদন: টলিউড থেকে বলিউড সব জায়গাতেই বেশ কিছুটা জায়গা বকরে নিয়েছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। একটা সময় বড়পর্দা জুড়ে ছিল রাধিকা। যদিও বর্তমানে সেই তুলনায় অনেকটাই কম জায়গা জুড়ে রয়েছেন সে। তবে, লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে গিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি হয়ে উঠেছেন রাধিকা। কিন্তু জানেন কি সুন্দরী অভিনেত্রীর পার্সোনাল লাইফ সম্পর্কে।

রাধিকা আপ্তের লাইফ নিয়ে বেশ ইন্টারটেস্টেড অনেকেই। যদিও অনেকেই জানে না অভিনেত্রীর আসল বয়স, পরিচয়। তবে, আজ আপনাদের রাধিকা আপ্তের জন্মস্থান, আসল বয়স কিম্বা তার উচ্চতা কত সেই নিয়েই ধারণা দেব ? আর সেটা জেনে নিন প্রতিবেদনের নিন্মাংশ থেকে………..

আসল নাম: রাধিকা আপ্তে

.ডাক নাম:রাধিকা

.জন্ম তারিখ: ৭ সেপ্টেম্বর ১৯৮৫

আরও পড়ুন:  Rahul Gandhi: ভগবানের পাশে বসলে তাঁকেও বিভ্রান্ত করে দিতেন, মোদীকে কটাক্ষ রাহুলের

.জন্ম স্থান: পুনে

.বয়স: ৩৭ বছর

.উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি

.নাগরিকত্ব: ভারতীয়

.বাবা ও মা: ডঃ চারু আপ্টে

.ভাষা: হিন্দি

.ওজন: ৫৭ কেজি

.চোখের রং: বাদামি

.চুলের রং: ব্রাউন


Featured article

%d bloggers like this: