নিজস্ব সংবাদদাতা : ফের নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্র জগতে। প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী, পরিচালক তথা অভিনেতা জগন্নাথ গুহ। জানা যাচ্ছে, দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সেই চিকিত্সা চলাকালীনই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হার মানিয়েছিলেন বর্ষীয়ান তারকা।
কিন্তু করোনা পরবর্তী সমস্যার জন্য দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভরতি ছিলেন। সেখান থেকেই ভোর চারটে নাগাদ শিল্পীর মৃত্যুর খবর জানানো হয়। সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ডিন এবং শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন জগন্নাথ গুহ।
‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’ তাঁর স্মরণীয় কাজ। অভিনয় করেছেন ‘নেমসেক’, ‘সিটি অব জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো একাধিক সিনেমায়। দীর্ঘদিন গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তর মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছিলেন। তাঁর কণ্ঠস্বর সমাদৃত ছিল স্টুডিও পাড়ায়। ১০০-রও বেশি সিনেমায় কন্ঠ শিল্পী হিসেবে কাজ করেছেন। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করে ফোরামের কার্যনিবার্হী সভাপতি তথা জনপ্রিয় অভিনেতা শংকর চক্রবর্তী লেখেন, ‘চলে গেলেন আমার প্রথম পরিচালক জগন্নাথ গুহ। শান্তিতে থেকো।’
২০২০ সাল বলিউড থেকে শুরু করে টলিউডের জন্য বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক নক্ষত্র এই বছর সবাইকে বিদায় জানিয়ে চির নিদ্রায় চলে গিয়েছেন। ইরফান খান, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, জগদীপ , ওয়াজিদ খান, মনু মুখোপাধ্যায় সমেত অনেক তারকাই এবছর প্রয়াত হয়েছেন। সিনেমা জগতে একের পর এক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন বিভিন্ন স্তরের মানুষ। আর এবার এই তালিকায় নতুন নাম পরিচালক জগন্নাথ গুহ।