নিজস্ব সংবাদদাতা :: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এখন করোনায় আক্রান্ত। এই খবর সামনে আসার পর থেকেই দেশজুড়ে লাখ লাখ ভক্ত অমিতাভের আরোগ্য কামনা করে চলেছেন। নিজেই টুইটারের মাধ্যমে এই খবর জানিয়েছেন তিনি। বর্তমানে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিত্সাধীন বিগ বি।
এর মধ্যেই আরো একবার নতুন একটি পোস্ট করলেন তিনি। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি ৬ জন মানুষ থেকে দূরে থাকতে বলেছেন। যাঁদের মনে সব সময়ে অন্যের প্রতি ঈর্ষা থাকে, ক্রোধ থাকে, অন্য মানুষের প্রতি সব সময়ে বিরক্তি থাকে, যাঁরা সর্বক্ষণ অসন্তুষ্ট থাকেন, যাঁরা সবাইকে সব সময়ে সন্দেহের চোখে দেখেন, এমন সব মানুষের থেকে নিজেদের যতটা সম্ভব দূরে রাখা বাঞ্ছনীয়।’ এদিন অমিতাভ বচ্চন একই বিষয়ে একটি ব্লগ পোস্টও করেন এবং সেখানে তিনি শেষে আরও একটি লাইন যোগ করেন. ‘যাঁরা বোঝার ঠিক বুঝে যাবেন, আর যাঁরা বুঝবেন না তাঁরা নিঃসন্দেহে আনাড়ি.’
আপাতত বিগ বি র স্থিতিশীল বলেই জানিয়েছেন ডাক্তাররা। এর আগে অমিতাভকে দেখা গেছে ‘গুলাবো সিতাব’ ছবিতে। এরপরে চেহরে, ব্রহ্মাস্ত্র, ঝুন্ড এর মত ছবিতেও দেখা যাবে তাঁকে।