নিজস্ব সংবাদদাতা : ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্মের কথা জানান ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ক্রিকেটার, তারকার পাশাপাশি সাধারণ অনুরাগীরাও শুভেচ্ছা জানাতে থাকেন। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরুষ্কা।
ওপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবি অনুযায়ী খবরটি ১১ জানুয়ারির। আর তাতে সূত্র হিসেবে সংবাদ সংস্থা এএনআই-কে উদ্ধৃত করা হয়েছে। খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল খবরের হেডলাইন। আর তাতে ব্যবহার করা হয়েছে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার ছবি। টুইটারের সর্বত্র ছড়িয়ে পড়েছে ছবিটি। তা নিয়েই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অনেকেই ছবিটি শেয়ার করে মতামত জানিয়েছেন।
কেউ প্রিন্ট মিডিয়ার উপর হেসেছেন, কেউ আবার ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন, পাবলিশার কোন ধরনের নেশা করেছিলেন যে জঙ্গির গ্রেপ্তারির খবরে বিরাট ও অনুষ্কার ছবি লাগিয়ে দিয়েছেন। কেউ কেউ অবশ্য সংবাদপত্রের পক্ষে লিখেছেন। জানিয়েছেন, তাড়াহুড়োর সময় এমন ভুল হয়ে যায়। বিরুষ্কার মেয়ের নাম নিয়েও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছে। অনেকেই দাবি করেছেন তারকা দম্পতি নাকি মেয়ের নাম ‘আনভি’ রেখেছেন।