Friday, July 30, 2021
Homeবিনোদনঅসহায় বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম খুলতে চান অভিনেত্রী মিথিলা

অসহায় বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম খুলতে চান অভিনেত্রী মিথিলা

প্যানডেমিক পরিস্থিতিতে বৃদ্ধ-বৃদ্ধাদের অসহতার নানা ভিডিও দেখে ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী মিথিলা পালকার।
এই প্রসঙ্গে সদ্য এক সাক্ষাৎকারে মিথিলা বলেন-” আমি এমন প্রচুর বৃদ্ধ-বৃদ্ধার ভিডিও দেখেছি যাদের যাওয়ার কোন জায়গা নেই ।রাস্তায় থাকছেন অনেকেই ।আমার বড় হওয়া তো এমন নয় সেই কারণেই আমি ভাবতেও পারিনা বাড়ির বয়স্কদের রাস্তায় কেউ কিভাবে বার করে দেয়?”

বয়স্ক দের জন্য আলাদা করে কিছু করার কথা ভেবেছেন তিনি। মিথিলা বলেন -“বয়স্কদের কি ধরনের সমস্যা ,কিভাবে সমাধান সম্ভব তা নিয়ে রিসার্চ শুরু করেছি। অনেকে এনজিও এইসব নিয়ে দারুন কাজ করছে ।প্রাথমিকভাবে হয়তো তেমন কোন এনজিওর সঙ্গে কাজ করব ।অ্যালঝাইমার্স, ডিমনেশিয়া রয়েছে যাদের তাদের সাহায্য করতে চাই। বৃদ্ধাশ্রমের গিয়ে কাজ করতে চাই ।পুরো বিষয়টা জানা হলেই নিজের একটা বৃদ্ধাশ্রম খুলবো হয়তো।”
বাবা-মায়ের আমাদের বড় করে তোলেন। বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করা প্রত্যেক সন্তানের উচিত বলে মনে করেন অভিনেত্রী ।যারা সেই কাজ করছেন না তাদের বাবা-মায়ের সাহায্য করতেই এই পদক্ষেপ নিতে চান মিথিলা।

Most Popular