33 C
Kolkata

করোনা রিপোর্ট পজিটিভ সোহমের , ডেঙ্গিতে আক্রান্ত রাহুল

নিজস্ব সংবাদদাতা : ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। কোভিড-১৯ এ আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সোহমের শরীরে দেখা গিয়েছে করোনার উপসর্গ। তাঁকে বাইপাসের ধারে একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মৃদু উপর্সগ ছিল তাঁর। তারপর সোমবার রাতে করোনার রিপোর্ট পজিটিভ বলে জানা যায়। সোহমের অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পরিবারের বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে। অন্যদিকে ডেঙ্গি আক্রান্ত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তিনিও জ্বরে কাবু। রয়েছেন বাড়িতেই। অভিনেত্রী পায়েলের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি ‘সীমান্ত’-র শ্যুটিং শুরু করার কথা আছে রাহুলের। ছবিতে পায়েল ও রাহুল ছাড়াও রয়েছেন সাহেব ভট্টাচার্য, রণজয়, সুদীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুন:  Asis Vidyarthi: ৬০ বছরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে আশিস বিদ্যার্থীর

Featured article

%d bloggers like this: