নিজস্ব প্রতিবেদন : মেয়েরা স্বাধীন হয়ে গিয়েও রয়েছে পরাধীন। শিক্ষা সংস্কৃতি নিয়ে যতই বুলি কপচানো হোক না কেন তবুও শিক্ষার আলো এখনও পৌঁছয়নি মানুষের মনে। তাই আজও হয়ে চলেছে অনেক ঘৃন্ননিয় কাজ। ২০২১ এ দাড়িয়েও দেখতে হচ্ছে মেয়ে পাচারকারীর মতো ঘটনা। সাত্যি আজ নিজেকে উন্নত বলতে লজ্জা লাগে যখন এমন ঘটনা জানতে পাড়া যায়।
রাজস্থানের ধারওয়াদ তালুকের উপ্পিন বেতাগেরি গ্রামে এমনি এক ঘটনা জানা যায়। এক যুবতিকে কাজের লোভ দেখিয়ে প্রতারণা করে ২ লক্ষ টাঁকায় বিক্রি করে দেওয়া হয়। তবে এই বিক্রির উদ্দ্যেশের আগে ঘটেছিল অন্য আরও ঘটনা যা এই ঘটনার ভোল বদলে দেয়। রাজস্থানের ধারওয়াদ থেকে যুবতিটিকে প্রথমে বেঙ্গালুরুতে পরিচারিকার কাজের জন্য রেখে আসা হয় পরে সেখান থেকে এক ব্যাবসায়ির কাছে ২ লক্ষ টাকার বিনিময়ে বেচা হয়। যুবতিটি জানিয়েছে অভিজুক্তকে সে আগে থেকেই চিন্ত। গ্রামের দোকানে কাজ করার সময় থেকে অভিজুক্ত দিলিপকে জানত সে, পরিবারের অভাবের কথা জেনেই দিলিপ তাকে বাইরের রাজ্যে ভাল কাজ দেওয়ার নাম করে বেঙ্গালুরুতে গিয়ে একটি বাড়ির পরিচারিকা হিসেবে কাজে লাগিয়ে দেয়।এই কাজে যুবতিটি খুশি ছিল না একেবারেই কারন দিলিপ তাকে ভাল কাজ দেবে বলেছিল। এই ঘটনার এক মাস পর দিলিপ তার সাথে দেখা করে ও বলে সেই ভাল কাজের সন্ধান পেয়ে গেছে তাই তাকে আনতে এসছে। যুবতি খুশি হয়ে ব্যাগ গুছিয়ে চলে যায় ও পরে রাজস্থানের পাদানপুর এলাকার একটি ব্যাবসায়ির বাড়িতে জোর করে রেখে দেয়। প্রথম দিন থেকেই যুবতিটি বুঝতে পারে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সে কোনও মতে ওখান থেকে পালিয়ে পুরনো যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির অভিভাবকদের সাহায্য নিয়ে পুলিশের দ্বারস্থ হয়। এবং তারা ব্যাবস্থা করে যুবতিটিকে বাড়ি পাঠানোর। কিছুদিন তদন্তের পর গুজরাট থেকে গ্রেফতার করে অভিজুক্ত দিলিপকে।