নিজস্ব সংবাদদাতা : নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাসে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে শহরের রাজপথে মিছিল করলেন এসএসসির শতাধিক চাকরিপ্রার্থীরা। তাদের দাবি বিধানসভা ভোটের আগেই নবম- দশম ও একাদশ-দ্বাদশ এই দুই পর্যায়ের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়ে শেষ করতে হবে। তাদের দাবি বিষয়ভিত্তিক MCQ টাইপের পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করতে হবে এবং দুর্নীতিমুক্ত প্যানেল তৈরি করতে হবে। করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের ডাক দেন তারা। যদিও ময়ূখ ভবন এর সামনেই তাদের পুলিশ আটকে দেয়। পুলিশ আটকে দিলে তারা সেখানেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন।
পরে বিকাশ ভবনে ডেপুটেশন দিয়ে সাময়িকভাবে কর্মসূচি তুলে নেয় চাকরিপ্রার্থীরা।গত বছর পুজোর ঠিক আগে আগে উচ্চ প্রাথমিকে মেধাতালিকা প্রকাশ করার পরেই গরমিল অস্বচ্ছতার অভিযোগ পুরোপুরি নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকে এক বছরেরও বেশি হতে চলল নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে।
সূত্রের খবর উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের মারফত আর নতুন কোন বিজ্ঞপ্তি দিতে চাইছে না রাজ্য শিক্ষা দপ্তর। তার কারণ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাকি থাকাকালীন যদি নবম-দশম এবং একাদশ-দ্বাদশ এর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় সে ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা।