নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া ভুয়ো খবরের ছড়াছড়ি। তবে সকল বিষয় নয় কিছু জিনিস রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়ার দাড়াই জানা যায়। তবে ভুয়ো খবর আর আসল খবরের থেকে দ্রুত ছড়িয়ে যায়। এবার এই বিভ্রান্তিমূলক খবর হানা দিল মাধ্যমিক পরীক্ষার্থীদের মনের মধ্যে ও তাদের অভিভাবকদের। সম্প্রতি জানা যাচ্ছে সোশ্যাল সাইটে মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া নয়া সূচী প্রকাশিত হচ্ছে, তাতে আবার বলা হচ্ছে পরীক্ষা শুরু আগস্ট মাস থেকে। তবে এই বিষয়ে পর্ষদের সভাপতি জানিয়ে দিয়েছে আগের বছর ২৬ এ ডিসেম্বর যে সূচীর নির্দেশ দিয়েছে সেটা মাফিক পরীক্ষার শুরু হবে। তবে এবার এই তালিকা ছাড়া যদি অন্য কোনো তালিকা বের হয় ও ছাত্রছাত্রীরা সেই তালিকা বিশ্বাস করে সেই অনুযায়ী অনুশীলন করে তবে তার দায় পর্ষদের নয়। এই বিভ্রান্তি মূলক খবর সোশ্যাল সাইটে দ্রুত প্রচার হচ্ছে তার পর্ষদ এই খবরের কড়া মনোভাব নিয়ে এই বিষয়ের উপর ভিত্তি করে পুনরায় সেই তালিকা প্রকাশ করেন।
১ জুন হবে প্রথম ভাষার পরীক্ষা।
২ জুন হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা।
৩ জুন থেকে হবে ভূগোল পরীক্ষা।
৫ জুন হবে ইতিহাস পরীক্ষা।
৭ জুন হবে অংক পরীক্ষা।
৮ জুন জীবন বিজ্ঞান পরীক্ষা।
৯ জুন ভৌত বিজ্ঞান পরীক্ষা।
১০ জুন ঐচ্ছিক বিষয় পরীক্ষা।