নিজস্ব প্রতিবেদন:এখনই জাতীয় শিক্ষানীতি মেনে স্নাতকে চার বছরের পাঠক্রম নয়। জাতীয় শিক্ষানীতি নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্নাতকস্তরে চার বছরের পাঠক্রম করতে চায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবিষয়ে গত ১৭ মার্চ রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিকে।স্নাতক স্তরে ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছেও পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দফতরের সহ–সচিবের সই করা নির্দেশ।
ইউজিসি-র নির্দেশিক অনুযায়ী,অনার্স-সহ স্নাতকের পড়াশোনা শেষ করতে এবার ৩ নয় সময় লাগবে ৪ বছর । না হলে স্নাতকের ডিগ্রি (Graduate Degree) পাবেন না পড়ুয়ারা। তবে কি এবার রাজ্যেও এই শিক্ষানীতি অনুযায়ী তিন বছরের পরিবর্তে চার বছরের পাঠক্রম? এই নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক আর এই সব বিতর্কে জল ঢেলে রাজ্যের শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেছেন,”নতুন করে পরিকাঠামো গড়তে যে বিরাট টাকার প্রয়োজন, সেই টাকা নিয়ে ইউজিসি (UGC) এখনও নীরব। এই টাকা নিয়ে কোনও সদুত্তর না পেলে এ নিয়ে এখনই কোনও পদক্ষেপ করা হবে না”।এছাড়াও এই প্রসঙ্গে বিশেষজ্ঞ কমিটি গড়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।