নিজস্ব সংবাদদাতা: বর্তমানে টি- টাউনের হট টপিক তারকা সাংসদ নুসরত ও অভিনেতা যশের সম্পর্কের গুঞ্জন। অনুরাগীদের মতে নুসরত-নিখিলের মাঝে ঢুকে পড়েছে যশ। নিজেকে পরিবারের কুলাঙ্গার বলে দাবি করলেন যশ। নুসরতের সঙ্গে সম্পর্কের জেরে কি তবে মা,বাবার সঙ্গে বিবাদে জড়ালেন যশ? অভিনেতার পোস্ট ঘিরে উঠছে প্রশ্ন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি লেখা পোস্ট করেন যশ। সেই পোস্টে লেখা, ‘পরিবার বলতে আমরা বুঝি সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু কখনও কখনও সেই জায়গাটাই গভীর ভাবে আঘাত দেয় মনে ‘। এই পোষ্টের বেশি সময় কাটতে না কাটতেই একটি সাদাকালো ছবি পোস্ট করে ক্যাপশনে যশ লেখেন,’আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি।
কিন্তু পরিবারের যাঁরা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন তাঁরা কিন্তু ততটা সৎ নন’। বর্তমান সকলেরই জানা ৬ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী নুসরত। যদিও নুসরতের আসন্ন সন্তানের পিতৃপরিচয় নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ কিছুদিন আগেই নিজেই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি তার স্বামী নিখিলের সঙ্গে সহবাস করেছেন বিয়ে নয়।
অপরদিকে নুসরতের সঙ্গে যশের সম্পর্কের জলঘোলাও কম হয়নি টলিপাড়ায়। এরই মাঝে হঠাৎ কেনও একই দিনে পরিবার নিয়ে এই ধরনের পোস্ট করলেন যশ? তবে, কি নুসরতের সঙ্গে যশের সম্পর্ক মানতে পারছে না অভিনেতার পরিবার, উঠছে প্রশ্ন।