নিজস্ব প্রতিবেদন: পড়াশোনা শেষ করে ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আর চিন্তা নেই এবার এক পরীক্ষাতেই পাবেন কেন্দ্রীয় সরকারের চাকরি। একাধিক পদে নিয়োগ চলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে।

কিন্তু সরকারি চাকরি এবার আপনার হাতের মুঠোয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিন আর হয়ে যান সরকারি কর্মচারী। তবে তার জন্য মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। আপনি যদি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আগামী 2 মার্চ- র মধ্যে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.upsconline.nic.in অনলাইনে আবেদন করতে হবে।

UPSC-র তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার-সহ একাধিক পদে নিয়োগ চলছে। এই পরীক্ষা দিতে চাইলে আবেদনকারীকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অবশ্যই আবেদনকারীর বয়সসীমা হতে হবে ৩০ বছরের মধ্যে, ফোরম্যান-র পদে আবেদনের জন্য। অপরদিকে,ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ও লেবার অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৪০,৩৫,৩৩ বছর।

আবেদনের জন্য প্রার্থীদের নগদ অথবা SBI-র নেট ব্যাঙ্কিং কিংবা ভিসা/মাস্টার ক্রেডিট/ডেবিট কার্ড- এর মাধ্যমে 25 টাকা আবেদন ফি জমা দিতে হবে। এসসি/এসটি/পিডাব্লুডি/ মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি নেই। পরীক্ষা দিয়ে আবেদনকারীরা ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার পদে নির্বাচিত হলে তাদের মাসিক বেতন সপ্তম বেতন কমিশনের একাদশ এবং দশম স্তর অনুযায়ী হবে।

আবেদন করার ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের প্রথমে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে upsc.gov.in গিয়ে রিক্রুটমেন্ট সেকশন বিভাগ এবং ‘অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে m নতুন পেজ খুলতে হবে। এরপর যেখানে প্রার্থীদের পছন্দ অনুযায়ী পদে আবেদন করে আবেদন ফি এবং ফর্ম জমা দিয়ে UPSC রিক্রুটমেন্ট ২০২৩-র প্রিন্ট আউট বের করতে হবে।

এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা মাধ্যমে নিয়োগ করা হবে। ১০০ নম্বর ইন্টারভিউয়ের মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য পাস মার্কস ৫০, ওবিসি-৪৫, এসসি/এসটি/পিডাব্লুডিকে-৪০ নম্বর পেতে হবে।শূন্য পদ রয়েছে:
ফোরম্যান (অ্যারোনটিক্যাল): ১ ফোরম্যান (কেমিক্যাল): ৪
ফোরম্যান কম্পিউটার (আইটি): ২
ফোরম্যান (বৈদ্যুতিক) : ১
ফোরম্যান (ইলেকট্রনিক্স) : ১
ফোরম্যান (ধাতুবিদ্যা): ২
ফোরম্যান (টেক্সটাইল): ২
ডেপুটি ডিরেক্টর: ১২
অ্যাসিসট্যান্ট কন্ট্রোলার: ৪৭