রুদ্রাক্ষ যেমন মানুষের জীবনে বাধা বিপত্তি কাটায় তেমনই এই রুদ্রাক্ষ আবার মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে। রুদ্রাক্ষ বিষয়ে জ্যোতিষে একাধিক মত শোনা যায়৷ এ বিষয়ে অনেকেই হয়তো জানেন না৷ আসুন জেনে নেওয়া যাক কয়েকটি তথ্য৷
১৷ কখনই কালো সুতোয় পরা উচিত নয়, সর্বদা এটি শুধুমাত্র লাল বা হলুদ সুতোয় পরা উচিত।
২৷ বলা হয় রুদ্রাক্ষ অত্যন্ত পবিত্র, তাই এটি কখনই অপরিষ্কার হাতে স্পর্শ করা উচিত না৷ স্নান করে উঠে রুদ্রাক্ষ পরার সময় ভগবান শিবের মন্ত্র জপ করলে ফলাফল ইতিবাচক হয়৷ নিজের পরিধান করা রুদ্রাক্ষ কখনই অন্য কাউকে পরানোর জন্য দেওয়া উচিত নয়।
৩৷ জ্যোতিষমতে রুদ্রাক্ষ ধারণ করার সঠিক মাস হল শ্রাবণ৷ শিবরাত্রির দিনও রুদ্রাক্ষ করা ভাল৷ জ্যোতিষশাস্ত্র মতে হাত বা গলায় রুদ্রাক্ষ পরা উচিত৷
৪৷ বলা হয় যে ঘরে নবজাতক শিশু ও তার মা উপস্থিত থাকেন, সেই ঘরে প্রবেশের আগে রুদ্রাক্ষ খুলে রাখা জরুরি৷ জ্যোতিষশাস্ত্র মতে আমিষাশী এবং ধূমপায়ীদের রুদ্রাক্ষ পরা উচিত নয়৷