30 C
Kolkata

Health tips: জানেন চল্লিশের আগেই পুরুষদের ক্যান্সারের ঝুঁকি! রইল টিপস

নিজস্ব প্রতিবেদন: পুরুষের ২০ থেকে ৪০ বছর বয়সে যেসব ক্যান্সার হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় টেস্টিকুলার ক্যান্সার। এই ক্যান্সারকে আগেভাগে চিনে নিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাধারণত আমরা জরায়ু, ফুসফুস,গলা, মুখ, স্তন ও কোলন ক্যান্সারের কথা শুনে থাকি। তবে লিঙ্গ ও বয়স ভেদে আরও ভিন্ন ধরণের ক্যান্সারের কথা শুনে থাকি। আর সেসব ক্যান্সারের কথা আমরা সচরাচর মনে রাখি না। আমাদের মনোযোগ এড়িয়ে যায়।

অথচ অনেকক্ষেত্রেই এগুলোর আগাম লক্ষণ জানলে নিরাময় করা সম্ভব হয়। সচরাচর শোনা যায় না এমন একটি ক্যান্সার হলো টেস্টিকুলার ক্যান্সার। গবেষণা রিপোর্ট অনুযায়ী এই ক্যান্সার ৫৫ শতাংশ ক্ষেত্রে ২০ ৩৪ বছরের মধ্যে হয়। ২৫০ জন পুরুষের মধ্যে মাত্র একজনের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:  Kalighat Mandir: আপনি কি জানেন, কালীঘাটের মন্দিরের ইতিহাস !

লক্ষণ:

  • অণ্ডকোষের ফোলা ভাব বা ভার ভার অনুভূতি।
  • অণ্ডকোষের থলিতে খুব ব্যথা।
  • অণ্ডকোষের গুটি ব্যথা নাও থাকতে পারে।
  • অন্ডকোষের মধ্যে বা চারধারে ব্যথা বা অণ্ডকোষের থলিতে বা ঊরু বা কুচকিতে এমনকি তলপেটে ব্যথা
  • স্তনের টিসু বৃদ্ধি
  • অণ্ডকোষের থলিতে অকারণে জল জমা
  • অণ্ডকোষের সুধুমাত্র একটিতে ব্যথা । কারণ ক্যান্সার শুধু একটিতে হয়।

উপরুক্ত লক্ষণ গুলি দেখতে পেলে দেরি না করে সরাসরি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিন।

Featured article

%d bloggers like this: