চয়নিকা চন্দ্র, লাহোর : সিংহের কবল থেকে বেঁচে ফিরে আসা মানেই সে মৃত্যুঞ্জয়। জাহিদ খিজার সম্প্রতি এক দিন সন্ধ্যায় তাঁর পোষ্য দু’টি সিংহকে বাড়ির খোলা জায়গায় ছেড়ে দিয়েছিলেন। আচমকাই প্রাণী দু’টি হিংসাত্মক হয়ে ওঠে। ঝাঁপিয়ে পড়ে জাহিদের উপর। জাহিদ বাঘ এবং সিংহ পোষেন। এই প্রাণীগুলির সঙ্গে খেলা করার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ারও করেন জাহিদ। সিংহ দু’টির কবল থেকে নিজেকে বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করতেই পড়ে যান জাহিদ। তাঁর পিছু ধাওয়া করে সিংহ দু’টি। জাহিদ পড়ে যেতেই তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করে। তখন জাহিদ বাঁচাতে আরও এক জনকে এগিয়ে আসতে দেখা যায়। সিংহ দু’টিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। তার পরই ভিডিয়োটি শেষ হয়ে যায়।কিন্তু জাহিদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে নেটিজেনরা ক্ষুদ্ধ। বন্যপ্রাণীদের বাড়িতে আটকে রাখার অনুমতি কী ভাবে পেলেন জাহিদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। জাহিদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা করার জন্য সরব হয়েছেন নেটিজেনরা।