নিজস্ব প্রতিবেদন: রাজ্যের উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা।ঠিক কত ক্যাশ রাখা যায় বাড়ীতে। জেনে নিন, কি বলছে আয়কর দফতরের নিয়মে।

চারপাশে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে।বিভিন্ন নেতার বাড়িতে হানা দিচ্ছে ইডির অধিকারিকরা।টাকার পাহাড় দেখে হতবাক।সাধারণ মানুষ।এত টাকা আসছে কোথা থেকে কি বা তার সোর্স? জানতে সবারই কৌতুহল জাগছে মনে।

এরই মধ্যে জেনে নিন, ঠিক কতো টাকা নগদ রাখতে পারবেন বাড়িতে? কী বলছে আয়কর দফতরের নিয়ম। আয়কর দফতর অনুযায়ী, আপনার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হলে তার হিসেব ও সোর্স আপনাকে জানাতে হবে আয়কর দফতরকে।উপার্জিত অর্থের যাবতীয় নথি ও সোর্স আপনি দেখাতে পারলে কোনও সমস্যা নেই।কিন্তু যদি টাকার সোর্স জানাতে না পারেন তাহলে উদ্ধার হওয়া টাকার ১৩৭ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে। অর্থাৎ উদ্ধার হওয়া অর্থ তো যাবেই উপরন্তু দিতে হবে ৩৭ শতাংশ কর।