নিজস্ব প্রতিবেদন: স্ত্রীর পরকীয়ায় হাতেনাতে ধরলেন স্বামী। আর সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন। ইতিমধ্যেই ঝড়ের বেগে সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ট্যুইটারে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে ধরে ফেলেন তাঁর স্বামী। এরপর স্ত্রীর প্রেমিককে পুলিশের হাতে তুলে দিলেন।
টুইটার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Ghar Ke Kalesh নামক একটি পেজ থেকে। ভিডিয়োতে দেখা গেল, একটি ঘরে প্যান্ট পরছেন এক যুবক। হঠাত্ই সেখানে আগমন হয় এক মহিলার। তিনি বলতে থাকেন, “আমাকে জামাকাপড়টা অন্তত পড়ে দাও!” কিন্তু তাঁর স্বামী যেন শোনার পাত্র নন। কারণ, পুলিশও সেখানে অপেক্ষা করে বসে আছেন। মহিলার প্রেমিক প্রস্তুত হতেই পুলিশ তাঁকে বলতে থাকেন, “থানায় চলো! এবার তোমাকে পরকীয়ার মজা দেখাবো।”