নিজস্ব প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি প্রায় ১ বছর ধরে তোলপাড় গোটা রাজ্য।প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্ত এখনও দূর্নীতিকাণ্ডে (SSC Scam) জারি ইডির তল্লাশি। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিকের সল্টলেকের ফ্ল্যাটে তল্লাশি ইডি আধিকারিকদের।
নিয়োগ দুর্নীতির শিকড় যে কত গভীরে তা নিয়ে রীতিমতো জল্পনা সৃষ্টি হয়েছে নানা মহলে। পার্থ ও অর্পিতা কে দিয়ে তালিকা শুরু হয়ে এখন আরও ২২ জন যুক্ত হয়েছে। একের পর এক গ্রেপ্তার হয়েছে উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অনেকেই তাঁদের সূত্র ধরেই এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক অর্ণব বসুর নাম সামনে এসেছে।
সূত্র অনুযায়ী,২ সাক্ষীকে সঙ্গে নিয়ে অর্ণব বসুর সল্টলেকের দুটি ফ্ল্যাটে হানা দেন ইডির আধিকারিকরা। বিভিন্ন নথি ঘেঁটে দেখেন তদন্তকরি কমিটি।অর্ণব বসু ঠিক কীভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িত তা এখনও স্পষ্ট না হলেও এখন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।