নিজস্ব প্রতিবেদন : রবিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙার সাহাপুর গ্রামে প্রতিবেশীকে কুপিয়ে খুনের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছেই একটি জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল সন্ধেয় মীমাংসা-আলোচনার নাম করে ডেকে নিয়ে গিয়ে প্রতিবেশীকে কুপিয়ে খুন করে সইদুল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মৃত জালালউদ্দিন শেখ ও অভিযুক্ত সইদুল শেখের বাড়ি বহরমপুরের শিমুলিয়া নওপাড়া গ্রামে।
নিহতের মেয়ে সেলিনা বিবি বলছেন, বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নিহতের আরেক আত্মীয় আব্বাস শেখের কথায়, গাড়ি দাঁড় করিয়ে কুপিয়ে খুন করেছে । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত। এরপর, স্থানীয়রা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বেলডাঙা থানায় খুনের মামলা রুজু হয়েছে ।