30 C
Kolkata

Kolkata News: গণধর্ষণের শিকার কলকাতার তরুণী ! গ্রেফতার দুই ফুটবলার

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় গধর্ষণের শিকার হলেন জনৈক তরুণী। অভিযোগ উঠল দুই বিদেশি ফুটবলারের বিরুদ্ধে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ আফ্রিকার ঘানার বাসিন্দা ওই দুই ফুটবলার-সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।

এদের মধ্যে রয়েছে ভিন রাজ্যের বাসিন্দা এক মহিলাও। পুলিশ সূত্রে জানা গেছে, নিউটাউন থানায় এসে এক তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তিনি জানান, লিজা নামে মিজোরামের বাসিন্দা এক মহিলার সঙ্গে পূর্ব পরিচিতি ছিল তাঁর। সেই সময় কিছু টাকার দরকার থাকায় লিজার কাছে সাহায্য চান তরুণী।

তাতে লিজা জানায়, তার কাছে এই মুহূর্তে টাকা নেই। তবে তার এক বন্ধু এই বিপদে অর্থসাহায্য করতে পারে তরুণীকে, এমনই জানায় সে। এরপর তরুণীকে তিলজলা এলাকার একটি বাড়িতে নিয়ে যায় লিজা। সেখানেই ঘানার বাসিন্দা দুই ফুটবলার মোজেস জুটা এবং ক্রিস জোসেফ তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর নিউ টাউন থানায় দুই ফুটবলার সহ লিজার নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তরুণী।

আরও পড়ুন:  Health tips: এবার মেদ কমুক বিনা ব্যায়ামের ডায়েটেই !

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ৩ জন অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, কলকাতার নিউটাউন এলাকায় বাস লিজা নামের ওই মহিলার।

বহুদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সে। বিভিন্ন মহিলাদের ভুল বুঝিয়ে লিজা দুষ্কৃতীদের হাতে তুলে দিত। পুলিশ আরও জানিয়েছে, ধৃত দুই ফুটবলার ঘানা থেকে নিউটাউনে এসে থাকতে শুরু করেছিল এবং বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে টাকার বিনিময় অংশ নিত তারা। লিজার সঙ্গে তাদের আলাপ হওয়ার পরেই অভিযোগকারিণীকে তাদের হাতে তুলে দিয়েছিল লিজা, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই।

Featured article

%d bloggers like this: