29 C
Kolkata

Rape : স্কুলবাসে পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : মধ্যপ্রদেশের ভোপালে তিন বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলবাসের চালকের বিরুদ্ধে। ধৃত বাসচালকের বয়স ৩২ বছর। দুই কন্যাসন্তানের বাবা তিনি। তারপর এমন জঘন্য কাজ করতে তাঁর বিবেকে বাঁধিনি। মাস দু’য়েক আগে একটি কিন্ডারগার্টেন স্কুলের বাসচালকের কাজ পান। মহিলা রক্ষীর উপস্থিতিতে ঘটনাটি ঘটে।

নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন , গত বৃহস্পতিবার স্কুল থেকে বাসে বাড়ি ফেরার পর মেয়েকে দেখে অবাক হন তিনি। কারণ, যে পোশাক পরে মেয়ে স্কুলে গিয়েছিল, সেটা পরে ফেরেনি। স্কুল ব্যাগে এক সেট জামাকাপড় থাকত তার। সেটা পরে মেয়ে ফিরেছে। জিজ্ঞাসা করায় সে কোনও উত্তর দেয়নি। এর পরই মায়ের সন্দেহ হয়। তিনি স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষকাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, শিশুটি ক্লাসে পোশাক বদল করেনি।

আরও পড়ুন:  Political News: যোগীরাজ্যে ধর্ষকদের আশ্রয় দিচ্ছে বিজেপি, কটাক্ষ অখিলেশের

নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবারই শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাতে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা।

Featured article

%d bloggers like this: