29 C
Kolkata

Donald Trump: ট্রাম্পের বিরুদ্ধে অ্যাটর্নি অ্যালভিনের মামলা !

নিউ ইয়র্ক, চয়নিকা চন্দ্র: ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ডেমোক্র্যাটিক দলের সদস্য উরফে অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷। তার অভিযোগ ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মির সঙ্গে যৌন মিলনের পর তাঁকে মুখ বন্ধ রাখতে মোটা টাকা দেওয়া হয়।

ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন, তিনিই ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল কারেনের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন। যদিও ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছিলেন। কোহেন অবশ্য ভোটপ্রচারে নীতি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, এই প্রথম আমেরিকার কোনও প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হল। অভিযোগ প্রকাশ্যে না আসলেও ব্র্যাগের কার্যালয় নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শীঘ্রই ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অপরাধমূলক অভিযোগ প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:  Interesting fact: আপনি কি জানেন, প্লেনের ইঞ্জিনে মুরগি কেন ব্যবহার করা হয় ?

রিপাবলিক দলের হয়ে ২০২৪-এ আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। সেই আবহেই তাঁকে এই মামলায় অভিযুক্ত করা হল। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তাঁর প্রেসিডেন্ট হিসাবে প্রত্যাবর্তনের বাধা হয়ে দাঁড়াতে পারে বলে অনেকে মনে করছেন। রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপের সাথে ট্রাম্প এখন অসৎ চরিত্রের উপাধি প্রাপ্ত করলেন।

Featured article

%d bloggers like this: