31 C
Kolkata

Covid 19 : Local Train Service West Bengal : ট্রেনের সময়সূচি স্পস্ট করল রেল

যাত্রী বিক্ষোভের জের, সিদ্ধান্ত বদল করল রেল কর্তৃপক্ষ। সন্ধে ৭টা নয়, রাত ১০টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে রাজ্যজুড়ে আংশিক বিধিনিষেধ জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এই বিধিনিষেধের আওতায় পড়েছে লোকাল ট্রেন। রবিবারই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছিলেন, ভিড় নিয়ন্ত্রণে রাখতে একসঙ্গে সর্বাধিক ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা অব্যাহত রাখতে পারবে রেল।

পাশাপাশি সন্ধ্যা সাতটায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হবে। রেল রাজ্যের ঠিক করে দেওয়া বিধিনিষেধ মেনে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা বা হাওড়া থেকে সন্ধ্যা সাতটার পর আর কোনও লোকাল ট্রেন ছাড়া হবে না। এদিকে সন্ধ্যা ৭টার পরও শিয়ালদা ও হাওড়া থেকে স্টাফ স্পেশাল ট্রেন চলবে। যদিও সাধারণ মানুষ এই ট্রেনে উঠতে পারবেন না। কেবল সরকারি কর্মচারী, রেল কর্মীরাই এই ট্রেনে উঠতে পারবেন। তাছাড়াও সরকার অনুমোদিত জরুরি ভিত্তিতে যাঁরা কাজ করেন তাঁরা এই ট্রেনে উঠতে পারবেন। অবৈধ ভাবে কোনও যাত্রী স্পেশাল ট্রেনে উঠলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। দিতে হতে পারে জরিমানাও। পূর্ব রেল জানিয়েছে, সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টাইমটেবল মেনেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলবে। কোনও ট্রেন বাড়ানো বা কমানোর পরিকল্পনা নেই রেলের।

কিন্তু ৭টার পরে কোনও ট্রেনই কোনও গন্তব্যের উদ্দেশে রওনা দেবে না। তবে ৭টা বা তার আগে ছেড়ে যাওয়া ট্রেন পথে থেমে থাকবে না। নির্দিষ্ট সময় মেনে গন্তব্যে পৌঁছবে। তবে দূরপাল্লার ট্রেন চলাচলে কোনও বিধিনিষেধ থাকছে না। আবার সন্ধ্যা ৭টার আগেই যাতে সব ট্রেন গন্তব্যে পৌঁছে যায় সেটা মাথায় রেখে ট্রেন চালানোর কথা ভাবছে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ট্রেন চালানোর ক্ষেত্রে সেই নিয়ম মেনে চলা হবে। তবে গোটা দিন স্বাভাবিক নিয়মে টাইম টেবল মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  Mobile apps: জানেন ফোনের অ্যাপ আপনাকে বিপদে ফেলতে পারে !

তবে সন্ধেয় হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন স্টেশনে উপচে পড়া ভিড় দেখে অবশেষে সিদ্ধান্ত বদলালো নবান্ন। জানানো হল, যাত্রীদের সমস্যা মেটাতে আজ থেকেই ৭টা নয়, রাত ১০টা পর্যন্ত চলবে লোকাল। জানা গিয়েছে, সন্ধে ৭ টায় লোকাল ট্রেন বন্ধ হয়ে যাবে। ফলে বাড়ি ফেরার তাড়া নিয়ে রীতিমতো হুড়োহুড়়ি পড়ে যায় হাওড়া স্টেশনে। শুরু হয়ে যায় তুমুল যাত্রী বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি সিদ্ধান্ত বদলানোর চিন্তাভাবনা শুরু হয় নবান্নে। কিছুক্ষণপরেই জানানো হয়, ৭টার পরেও চলবে ট্রেন। রাত ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা।  যদিও গতবারের মত রেলে এই নিয়মবিধি নিয়ে এবারেও ধোঁয়াশা রয়েছে।  প্রশ্ন উঠেছে, ৫০ শতাংশ যাত্রী নিয়েই যে লোকাল ট্রেন চলছে, তা নিশ্চিত হবে কীভাবে? 

আরও পড়ুন:  West Bengal News: রাজ্যে ফের বিষ্ফোরণ কারখানায় ! জখম ১৫ শ্রমিক

Featured article

%d bloggers like this: