হঠাৎ করে কালবৈশাখীর আগমন তাপমাত্রার পারদ অনেকটাই কমিয়ে দিয়েছে। প্যাচপ্যাচে গরম থেকে খানিক রেহাই পেয়েছে বঙ্গবাসী। বুধবার থেকে ফের তাপমাত্রার উন্নতির হতে শুরু করেছে। তবে আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও বৃষ্টির ভ্রকুটি কাটছে না। আবহাওয়া দফতরের পূর্বভাস বলছে দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকলে বিকেলের পর একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
উত্তরবঙ্গে পাঁচ জেলাতে বহাল থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় আর বৃষ্টির কোনও সম্ভাবনা প্রায় নেই। শনিবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি সহ উত্তরপ্রদেশের একাংশে হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে। আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। আজ অতি বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও পঞ্জাবে। বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সহ পূর্বভারতের রাজ্যগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে।