নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতি মামলায় একাধিক প্রশ্ন উঠলেও সেই শিক্ষা নিয়েই ভাবনা-চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। এতদিন স্নাতক স্তরে তিন বছরের কোর্স থাকলেও আর তিন বছরে খাদ্য নয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এবার থেকে অনার্সের স্টুডেন্টদের স্নাতক শেষ করতে গেলে চার বছরের কোর্স করতে হবে।

এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর। সম্প্রতি, রাজ্যের জাতীয় শিক্ষানীতি কার্যকরের সম্ভাবনা খতিয়ে ৬ সদস্যের কমিটি গঠন করেছে উচ্চশিক্ষা দফতর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার স্নাতকস্তরের পঠন-পাঠনে পরিবর্তনের সুপারিশ এসেছে ইউজিসির গাইডলাইনে। আর সেই গাইডলাইনে বলা হয়েছে এবার থেকে অনার্স করছে তিন বছরের পরিবর্তে চার বছর করা হবে। অনার্স ডিগ্রি পেতে গেলে পড়ুয়াকে চার বছর পড়াশোনা করতে হবে। এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বাধীন কমিটিকে ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য,অপরদিকে গত শনিবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে জানিয়ে দিয়েছিলেন, দফতরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে রাজ্যে স্নাতকস্তরে ৪ বছরের পাঠ চালু হচ্ছে না। জাতীয় শিক্ষানীতি কার্যকরের এগুলি নিয়ে উপাচার্যদের মতামত নিতে হবে। শুধু তাই না তাঁদের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও এখন চার বছরের স্নাতক কোর্স চালু হচ্ছে কিনা সেদিকেই নজর থাকবে সকলের।