নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। যা চিন্তা বাড়াচ্ছে সকলের । সংক্রমনের গতি কিভাবে কমানো যায় সেই চিন্তায় রয়েছেন চিকিত্সকদের একাংশ। বিভিন্ন রাজনৈতিক দলগুলি জনসমাবেশ করছে, রোড শোতে হাজার হাজার মানুষ পা মেলাচ্ছে।
আবার বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। অনেকেরই মুখে মাস্ক থাকছে না।নানান জায়গায় থেকে করোনা বিধি ভঙ্গের ছবিটাই বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে।এমন সময় ভোট বন্ধ রাখার আবেদন জানিয়ে প্রতিবাদে সামিল হলেন আট থেকে দশজন সাধারণ মানুষ।
তাঁরা নির্বাচন কমিশনের অফিসের সামনে পিপিই কিট পরে রাস্তার মধ্যে শুয়ে মুখে মাস্ক লাগিয়ে হাতে পোস্টার নিয়ে রোদকে উপেক্ষা করেই প্রতিবাদে সামিল হন। তাঁদের দাবি যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়ছে তাতে অবিলম্বে ভোট বন্ধ করা হোক।
রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল বন্ধ করার দাবি জানান তাঁরা।কমিশন যাতে বিষয়টির উপর গুরুত্ব দেয় তাই কমিশনের অফিসের সামনেই তাঁরা এই প্রতিবাদ করেন।
বাংলায় ভোট শেষ হবে এপ্রিল মাসে। মে জুন মাস নাগাদ আগের বছরের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। যা নতুন করে সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।