নিজস্ব সংবাদদাতা : মোদি সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের সমর্থন জানানোর পর এবার সরাসরি কৃষকদের সহানুভূতি জানাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষকদের আন্দোলনে সমর্থন জানাতে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কৃষকদের আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরোধিতার সুর চড়াল তৃণমূল। ইতিমধ্যেই হরিয়ানায় গিয়ে কৃষকদের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। কলকাতায় দলের কার্যালয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আর এক সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন , ‘বহুজাতিক সংস্থার কাছে দেশকে বিক্রি করার চক্রান্ত চলছে। নয়া এই আইন যদি কৃষকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে সর্বতোভাবে বিরোধিতা করা হবে।’
সূত্রের খবর, ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা, নয়া কৃষি বিরোধী আন্দোলনে তিনি ও তাঁর দল আন্দোলনকারীদের পাশে থাকবে।সেই মতই নতুন কৃষি আইনের বিরুদ্ধে এবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ থেকে ১০ ডিসেম্বর কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। ১০ ডিসেম্বর তিনি নিজেই সেখানে থাকবেন।কৃষি আইন প্রত্যাহার করা না হলে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মমতা।