31 C
Kolkata

Sudip Raha: তৃণমূল মুখপাত্র সুদীপের ‘ CowHugDay ‘ নিয়ে পোস্ট ! বিতর্ক রাজনৈতিক মহলে

নিজস্ব প্রতিবেদন: আজ মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে। এই দিনটি প্রেমের দিবস হিসাবেই মূলত পরিচিত। তার সাথে এই দিনটিতেই ঘটেছিল এক অঘটন। যার সাক্ষী হয়ে রয়েছিল গোটা দেশ। পুওয়ামা হামলায় প্রাণ হারিয়েছিল বহু জওয়ান। কিছুদিন আগে ভারতের প্রাণীকল্যাণ বোর্ড আবেদন করেছিল, ১৪ ফেব্রুয়ারি যেন ‘Cow Hug Day’ পালন করা হয়। অর্থাৎ গরুকে আলিঙ্গন করার আবেদন। কিন্তু আবেদনের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মিমের ছড়াছড়ি। যদিও পরবর্তী সময়ে এই আবেদন প্রত্যাহার করে নেয় প্রাণীকল্যাণ দফতর। এই প্রত্যাহার প্রসঙ্গে একাধিক বার সরব হয়েছেন একাধিক বিজেপি নেতৃত্ব। তবে অবশেষে যখন সেই দিন আসলো তখন দেখ গেল অন্য চিত্র। অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা একটি ছবি পোস্ট করেন, যেখানে ছবিতে দেখা যায় (সম্ভাব্য) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কাট আউটে মুখটি বিকৃত করা হয়েছে এবং বিজেপি-র সিমবল ‘পদ্মফুল’ উল্টো করে প্রধানমন্ত্রীর পায়ের কাছে। সুদীপ তাঁর পোস্টে লেখেন, ‘ #CowHugDay তে গো-মাতার সুযোগ্য সন্তানকে জড়িয়ে ধরলাম! ‘।

আরও পড়ুন:  Health care tips: মেয়েদের দ্বিতীয়বার মা হওয়ার আগে ঠিক কতটা সময় নেওয়া উচিৎ! রইল টিপস

উল্লেখ্য, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা এই পোস্ট টি তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া (ফেসবুক) থেকে মুছে ফেলেন এবং তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া (ফেসবুক প্রোফাইল) থেকে একটি পোস্ট করেন। সুদীপ তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তিনি আবারও করেন, সেখানে ছবিটি একই থাকে তবে লেখাটি একটু পরিবর্তন করেন। তিনি লেখেন, ‘ Celebrating #CowHugDay with gaumata’s son ‘।

তবে এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ! ‘ কেন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন সুদীপ তাঁর পোস্ট ? প্রতিপক্ষ রাজনৈতিক দল যতই হোক, দলের সিমবল কে বিকৃত করে পায়ে নামানো হয়েছে, এটা কতটা ঠিক……..? ছবিটি দেখে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর কাট আউট, দেশের প্রধানমন্ত্রীর মুখ বিকৃত করাটা উচিত ? ‘ প্রশ্ন তুলছেন বিজেপি-র সমর্থকরা। কেন্দ্রের এই গরু আলিঙ্গন দিবস পালন করার প্রস্তাব এর কথা প্রত্যাহার হলেও তৃণমূল কংগ্রেস ভুলে যায়নি, সুযোগ ছাড়েনি কেন্দ্রের সরকারকে তোপ দাগতে।

আরও পড়ুন:  Aries Horoscope: আপনার কি মেষ রাশি? সুখবর অনিবার্য

এদিকে আবার কটাক্ষ করার সুযোগ ছাড়েননি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনিও তাঁর টুইটারে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় একজন ব্যাক্তি একটি গরু কে আলিঙ্গন করছে, ব্যাক্তির মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মাস্ক কার্ড। সেখানে কুণাল লেখেন,“Valentine’s Day special…”। কুণাল ঘোষ তাঁর টুইটে উল্লেখ করেছেন যে ছবিটির সৌজন্যে ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।

Featured article

%d bloggers like this: