Monday, March 1, 2021
Home কলকাতা সিদ্ধান্ত বদল শতাব্দীর - দিল্লি যাচ্ছেন না সাংসদ

সিদ্ধান্ত বদল শতাব্দীর – দিল্লি যাচ্ছেন না সাংসদ

নিজস্ব সংবাদদাতা : সমস্যা মিটেছে। শুক্রবার রাতে দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানালেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। নিজের সমস্যার কথা অভিষেককে জানানোয় তিনি তা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি তাঁর। একই সঙ্গে শতাব্দী জানিয়েছেন, শনিবার আর দিল্লি যাচ্ছেন না।

তিনি যে তৃণমূলেই আছেন, সে কথাও জোর দিয়ে বলেছেন বীরভূমের সাংসদ। অভিষেকের সঙ্গে বৈঠকের পর শতাব্দী জানান , ‘‘আমার যা কথা ছিল, যে অভিযোগ ছিল, যে সমস্যা ছিল, তা আমি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। ওঁর সঙ্গে আলোচনা করেছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন সমস্যাগুলো সমাধান হবে। আমি তাতেই বিশ্বাস করছি।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘ আমি দিল্লি যাচ্ছি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দলে এসেছিলাম। ওঁর জন্যই আছি। যাঁরা তৃণমূলকে ভালবাসেন, তাঁদের সকলে দলের সঙ্গেই আছেন।’’ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শতাব্দী রায় ফ্যানস ক্লাব’-এর ফেসবুক পেজে শতাব্দীর নামে একটি বয়ান প্রকাশিত হয়।

সেখানেই তিনি জানান, নতুন কোনও সিদ্ধান্ত নিলে তা আগামী ১৬ জানুয়ারি, শনিবার দুপুর ২টোয় জানাবেন। তিনি বিজেপি-তে যোগ দেবেন কি না, তা নিয়ে মন্তব্য না করলেও অমিত শাহের সঙ্গে দেখা করার প্রসঙ্গে শতাব্দী বলেন, ‘‘পরিচিত মানুষের সঙ্গে দেখা হতেই পারে।’’ এর পরেই জল্পনা শুরু হয় তাঁর দলত্যাগ নিয়ে। পরিস্থিতি আঁচ করে মাঠে নামেন তৃণমূল নেতৃত্ব।

শুক্রবার গোটা দিনই শতাব্দীকে একের পরে এক তৃণমূল নেতা ফোন করেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ যান শতাব্দীর বাড়িতে। তার পরেই সন্ধ্যায় অভিষেকের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

Most Popular

ট্রেন থেকে পড়ে সোদরপুরের ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো পুজা দত্তের। পুজা সোদপুরের বাসিন্দা বলে জানা গেছে। উত্তর ২৪ পরগণার সোদপুরের শেঠ কলোনির বাসিন্দা...

ভ্যাক্সিন নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে করোনা দূরীকরণের জন্যে টিকাকরণ। তারই মধ্যে এবার সোমবার সকালবেলা ট্যুইট করে আচমকাই সারপ্রাইজ দিলেন...

আবারও মূল্য বৃদ্ধি ! হাজারের পথে রান্নার গ্যাস

নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগেই গ্যাস এর দাম বাড়লো, বেড়ে হয়েছিল ৮২০ টাকা ৫০ পয়সা। এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন কেন্দ্র বিরোধী...

গোষ্ঠীকোন্দল এড়াতে প্রার্থী ঘোষণায় মাষ্টার স্ট্রোক মমতার!

নিজস্ব প্রতিবেদন : বাংলাকে পাখির চোখ করে প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। কংগ্রেসের সঙ্গে জোট করে ময়দানে নেমেছে বামেরাও, সঙ্গে আবার আব্বাস...